একসঙ্গে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানালেন বলিউডের দুই খান
বলিউডে তিন খানের একচ্ছত্র রাজত্বের কথা স্বীকার করে নেবেন সবাই। শাহরুখ খান, সালমান খান ও আমির খান—তিনজনেরই রয়েছে নিজস্ব ভক্তকুল। এই ভক্তদের মধ্যে আবার একধরনের মারমার-কাটকাট ভাব রয়েছে। সবাই মনে করেন, তাঁদের প্রিয় বলিউড খানই সেরা। আবার মিডিয়াতেও তিন খানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনেক ধরনের সংবাদ উড়তেই থাকে। কিন্তু বাস্তব জীবনে এই তিন শক্তিমান অভিনেতা ও অকল্পনীয় রকমের জনপ্রিয় তারকা খুব ভালো বন্ধু।
Comments
Post a Comment